করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতকে এক বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। গরিব মানুষ এবং রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দিকে নজর দিতে এই সাহায্য দিচ্ছে বিশ্বব্যাংক। ভারতের সামাজিক সুরক্ষার প্রকল্প এবং প্রযুক্তির উন্নতির স্বার্থে এই অর্থ সাহায্য করা হল বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এই প্রেক্ষিতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জুনায়েদ আহমেদ বলেন, এই প্রকল্প গরীব এবং গ্রাম্য পরিবেশের সামাজিক সুরক্ষাকে পুনর্গঠন করতে সাহায্য করবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর প্রকল্প ভীষণভাবে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতে আর্থিক প্যাকেজ ঘোষণার পরে এটি হল বিশ্ব ব্যাংকের সবচেয়ে বড় অনুদান।
এরই মধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, পরিযায়ী শ্রমিকদের জন্য ২০ লক্ষ কোটি রুপির আর্থিক প্যাকেজের ঘোষণা হয়েছে। সেই সংক্রান্ত তথ্যের বিস্তারিতভাবে বিবরণ দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই প্রেক্ষিতে বিশ্বব্যাঙ্কের তরফে এত বড় অর্থসাহায্য সার্বিকভাবে দেশের করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে উপযোগী হবে তা বলাই বাহুল্য।
সূত্র- ইকোনমিক টাইমস।