করোনাভাইরাসে মাথাপিছু মৃত্যুহারে যুক্তরাজ্য, ইতালি এবং বেলজিয়ামকে ছাড়িয়ে গেছে সুইডেন।বিশ্বে করোনায় মাথাপিছু মৃত্যুহার সুইডেনে এখন সর্বোচ্চ।
লকডাউনের সিদ্ধান্তকে আমলে না নেয়ার প্রেক্ষিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা ওয়েবসাইট অনুসারে, সুইডেনে প্রতিদিন ১ মিলিয়ন বাসিন্দার মধ্যে ৬ দশমিক শূন্য ৮ জন মারা গেছে।১৩ মে থেকে ২০ মে- এই সাত দিনের গড় হিসাব এটা।
এই হার বিশ্বের সর্বোচ্চ,যা যুক্তরাজ্য, বেলজিয়াম এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। দেশগুলোতে এই হার যথাক্রমে ৫ দশমিক ৫৭, ৪ দশমিক ২৮ এবং ৪ দশমিক ১১।
তবে মহামারির পুরো ক্ষেত্রে (কোর্সে) বেলজিয়াম, স্পেন, ইতালি, যুক্তরাজ্য এবং ফ্রান্স এখনও এগিয়ে রয়েছে।
এদিকে, সুইডেনের কীটতত্ত্ববিদ অ্যান্ডারস টগনেল এ তথ্যকে বিভ্রান্তিকর করে বলে নাকচ করে দিয়েছেন।
সূত্র : দ্য স্টাফ