করোনার কারণে দোকানপাট খুলতে পারেন না সাধারণ দোকানীরা। তার উপরে গত দুদিন ধরে সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডব। এরই মধ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরগুনা শহরে এক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮টি দোকান। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী দোকানীদের সাথে কথা বলে জানা গেছে, বরগুনা শহরের বাকালি পট্টি এলাকার একটি মুদি দোকান থেকে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপরই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসব দোকানের মধ্যে একাধিক মুদির দোকান, মুদি দোকানের গোডাউন, জুতোর দোকান, হোমিও চেম্বারসহ একটি গুড়ের দোকান রয়েছে বলে জানা গেছে।
বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ৮টি দোকান পুড়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে ক্ষযক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণের কাজ চলছে বলেও তিনি জানান।