রফিকুল ইসলাম
কুমিল্লার সাবেক ক্রীড়াবিদরা পেল আর্থিক অনুদান। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ক্রীড়াবিদদের আর্থিক অনুদান দেয়া হয়।
কুমিল্লায় করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারনে সকলেই আর্থিক অনটনের মধ্যে দিন পাড় করছে, ভালো নেই কুমিল্লার সাবেক ক্রীড়াবিদরাও।
এরকম পরিস্থিতিতে কুমিল্লার ফুটবল, ক্রীকেট, হকি, ভলিবল, বাস্কেটবল ও এ্যাথলেটিক্সে খেলে কুমিল্লর সুনাম বয়ে আনা এরকম ৫০ জন ক্রীড়াবিদের হাতে অনুদান তুলে দেওয়া হয়। শুক্রবার সকালে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন ক্রীড়াবিদদের হাতে অনুদান তুলে দেন, সেই সাথে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এর পক্ষ থেকে ঈদ উপহারও তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল আলম চপল, বাদল খন্দকার, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ক্রীকেট কমিটির সাসদ্য সচিব নাসিম ইউসুফ রেইন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেলোয়ার হোসেন জাকির।