গুলশান থানার ওসি এসএম কামরুজ্জামান মামলার এ বিষয়টি নিশ্চিত করেছেন
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে গুলশান থানায় ওই মামলাটি করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, হাসপাতালটির ব্যবস্থাপক (অ্যাডমিন ও সিকিউরিটি) মেজর অবঃপ মঈনুল হোসাইন হাসপাতালটির পক্ষ থেকে এ মামলা দায়ের করেন। তবে ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা কোনও মামলা দায়ের করেননি।
অগ্নিকাণ্ড নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান ডিভিশনের ডেপুটি কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলে, অগ্নিকাণ্ডে মারা যাওয়া পাঁচ সদস্যের ভেতর তিনজনই করোনভাইরাসে আক্রান্ত ছিলেন
প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূল ভবনের বাইরের টেনিস কোর্টে স্থাপিত অস্থায়ী আইসোলেশন ইউনিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।