সৈয়দ এমরানুর রহমান স্টাফ রিপোর্টার

কুমিল্লা জেলার করোনা রেড জোন দেবিদ্বারে মানছে না কেউ স্বাস্থ্য বিধি। বর্তমানে সারা বিশ্বে করোনা মহামারির ছোবলে আর্থিক অবস্থা খুব দুর্হ হয়ে পরেছে।বাংলাদেশ ও এর কোন ব্যতিক্রম নয়। দেশের আর্থিক অবস্থা স্বাভাবিক রাখতে গত ৩১শে মে স্বাস্থ্যবিধি মেনে চলার সর্থে শিথিল করা হয় লকডাউন।কুমিল্লার মধ্যে রেড জোন হিসাবে পরিচিত দেবিদ্বারের মানছে না কোন স্বাস্থ্যবিধি। গণপরিবহন গুলো যতাযত মনগড়া চালাচল করছে যাএী গায়ে ধরে উঠানো হচ্ছে এবং দোকান পাট গুলো মানছে না কোন স্বাস্থ্যবিধি নিই কোন জীবাণুনাশক স্প্রে।বর্তমানে দেবিদ্বারে করোনা রোগীর সংখ্যা ১৭২ জন এর মধ্যে মারা গিয়েছেন ১১ জন সুস্থ হয়েছেন ৫৬ জন হাসপাতালে চিকিৎসা আবস্থাতে রয়েছে ৭জন রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দিন ২ জন কুমিল্লা সিএম এইচ হাসপাতালে ২ জন আইসোলেশনে রয়েছে ৯৭ জন।
সচেতন নাগরিক স্বাস্থ্যবিধি মানলেও অসচেতন মানুষ গুলোই বেহাল করছে দেবিদ্বার নিউ মার্কেট এলাকার লকডাউন শিথিল অবস্থা । গন পরিবহন ও কাচা বাজার গুলোই অমান্য করছে স্বাস্থ্যবিধি ব্যবহার করছে না কোন জীবাণুনাশক বা কোন হ্যানডসেনিটেশন। প্রশাসনের সুদৃষ্টি আকর্ষন করছে দেবিদ্বারের সচেতন নাগরিক গন।