আজ রোববার ষ্টার সানডে উদযাপনের সময় শ্রীলংকার রাজধানীর কলম্বো ও তার আশেপাশের তিনটি গির্জা ও হোটেলে বিস্ফোরন হয়েছে,এই বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন বিবিসি পাশাপাশি আহত হয়েছে দুই শতাধিক এর বেশি।
শ্রীলংকার কলম্বোর ন্যাশনাল হসপিটালের পরিচালক এই খবরটি নিশ্চিত করেছেন।
দেশটির কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের ধরন এখনো পরিষ্কার নয়। তবে ইস্টার সানডের আয়োজনকে লক্ষ্যবস্তু করে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ বলছে, রাজধানী কলম্বোর বাইরে উত্তর দিকের নেগোম্বো শহরের দুটি গির্জায় বিস্ফোরণ ঘটেছে।
নেগোম্বোর সেন্ট সেবাস্টিয়ানস গির্জার ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘আমাদের গির্জায় একটি বোমা হামলা হয়েছে। আপনাদের পরিবারের সদস্যদের কেউ থাকলে দ্রুত এসে সাহায্য করুন।’
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ইস্টার সানডে উদ্যাপনের সময় এই ‘সিরিজ’ বিস্ফোরণের ঘটনা ঘটল। একাধিক গির্জা ও হোটেলে কমপক্ষে ছয়টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
খ্রিষ্টধর্মে বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ একটি দিন ইস্টার সানডে। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন।
পুলিশের বরাতে আরটিআর ওয়ার্ল্ড জানিয়েছে, কয়েকটি বড় হোটেলের পাশাপাশি কলম্বোর বাইরের কয়েকটি গির্জাকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়।