মোঃ মনির হোসেন, বাহরাইন প্রতিনিধি
গতকাল ০৫.০৬.২০২০ রোজ শুক্রবার, বাহরাইনে “নিজের বলার মত একটা গল্প” অনলাইন ভিত্তিক কর্মশালার ৮ম মিটআপ পোগ্রাম সম্পন্ন হয়েছে।
নিজের বলার মত একটা গল্প বাংলাদেশর ৬৪ জেলার ন্যায় বিশ্বের প্রায় ৫০ টির ও বেশি দেশে অনলাইনে প্রশিক্ষণের মাধ্যমে, তরুন উদ্যোগতা তৈরি করে।
সেই লক্ষ্যে জনাব ইকবাল বাহার এর নিদের্শে নুরুল নবি রিয়াজ ও কাজী নাজমুল আলম হামিম, মিটআপ পোগ্রাম এ বাহরাইনে নিজের বলার মত একটা গল্পের সদস্যদের খোজ খবর নেন ও তাদের আগামীদিনের করনীয় নির্ধারন ফলোআপ করেন।
এ সময় অনুষ্টান পরিচালনা করেন সংগঠনটির কান্টি এম্বাসিডর মোঃ ইয়াছিন আরাফাত। তিনি বলেন মিটআপ পোগ্রাম খুব সুন্দর ও প্রানবন্তভাবে সম্পন্ন হয়েছে। আমরা মূলত এই পোগ্রামে কিভাবে ব্যবসার প্লাটফর্ম তৈরী করা যায়, কিভাবে ব্যবসায়ীক কমিটমেন্ট রক্ষা করতে হয়,,,সর্বপরি একজন ভালো মানুষ হিসাবে দেশ ও দেশের বাহিরে কিভাবে কাজ করা যায় সেই ব্যাপারেই মূলত প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনটির
বাহরাইনে সকল সদস্য ও মেন্টর জনাব ইকবাল বাহার সাহেবকে।