পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরশহরের দক্ষিন ভান্ডারিয়া গ্রামে আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম বাবুল সহ তার পরিবারের ৬ জনের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ জুন শুক্রবার বিকেলে পৌরশহরের রিজার্ভপুকুরের দক্ষিণ পার্শ্বে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানায়।


হামলার শিকার শহীদুল ইসলাম বাবুলের মেঝ ছেলে মেহেদি হাসান জানান,
উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া মৌজার ২১ নং জে এল, ৩১১৮ এস এ খতিয়ানে ৩৫ শতক জমি নিয়ে শহিদুল ইসলাম বাবুল ও প্রতিবেশী হোসেন বেপারীর ছেলে নাছির উদ্দিন বেপারির সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বুধবার দুপুরে বিবাদী নাছির বেপারীর মেয়ে নিপা বিরোধীয় জমিতে ময়লা আবর্জনা ফেলার সময় শহিদুল ইসলাম বাবুলের মেয়ে তাজিয়া সুলতানা সোমা বাঁধা দিলে তাকে প্রতিপক্ষরা মারধর করে। এক পর্যায়ে সোমাকে উদ্ধারের জন্য শহিদুল ইসলাম বাবুল ও পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর জত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে ভান্ডারিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বাবুল, তার ছেলে বড় ছেলে মমতাজুল ইসলাম সবুজ, মেয়ে তাজিয়া সুলতানা সোমা, মেঝ ছেলে মেহেদী হাসান, মেয়ে জামাই মামুন, ছেলের স্ত্রী খাদিজা বেগম এবং তুষার গুরুতর আহত হয়। শহিদুল ইসলাম বাবুল, মমতাজুল ইসলাম সবুজ, তাজিয়া সুলতানা সোমা, খাদিজা বেগম কে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে বাবুল এবং সবুজের অবস্থা গুরুতর। আহত বাবুলের হাতের তালুর ওপর ধারালো অস্ত্রের আঘাতে রগ কেটে যায় এবং সবুজের মাথায় ধারালো আঘাতে মারাত্মক জখম রয়েছে। এই ঘটনায় ভান্ডারিয়া থানায় মেহেদী হাসান বাদী হয়ে ঐ একই এলাকার
মোঃ দুলাল সরদার (৪২), পিতাঃ সোবাহান সরদার, নাসির উদ্দিন বেপারী (৪৫) পিতাঃ মৃত হোসেন বেপারী, নিরু বেপারী (৩৫) পিতাঃ সিদ্দিক বেপারী,
সাইদুল বেপারী (৪০), পিতাঃ আব্দুল রশীদ বেপারী, মোঃ সিরু বেপারী (৩৭) পিতাঃ সিদ্দিক বেপারী,
নিপা আক্তার (২৪) পিতাঃ নাসির বেপারী’র নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেন। যাহার মামলা নম্বর ০৩/ ১০.০৬.২০২০।