সানাউল্লাহ, দোহা(কাতার)প্রতিনিধি
বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় পৃথিবীর ২০টির বেশি দেশকে ত্রাণ সহায়তা দিয়েছে কাতার। গত কয়েক মাসে এসব দেশে মেডিকেল ও চিকিৎসা সরঞ্জাম এবং সুরক্ষামূলক সামগ্রী পাঠানো হয়েছে কাতারের পক্ষ থেকে। তৈরি করে দেওয়া হয়েছে অস্থায়ী হাসপাতালও।
এই ২০টি দেশের মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো- চীন, লেবানন, ইরান, ইতালি, রুয়ান্ডা, ফিলিস্তিন, নেপাল, তিউনিসিয়া, আলজেরিয়া এবং সোমালিয়া।
কাতারের পক্ষ থেকে এসব দেশের জন্য স্যানিটাইজার থেকে শুরু করে মাস্ক এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিতে সহায়তা করেছে কাতার আমিরি বিমান বাহিনী এবং কাতার এয়ারওয়েজ।
আর এই কার্যক্রমের ব্যবস্থাপনায় ছিল কাতার ফান্ড ডেভেলপমেন্ট ও কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আন্তর্জাতিক পর্যায়ে এই দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিপদে পাশে থেকে মানবিক পরিচয়কে সমুন্নত রাখার জন্যই কাতারের এই প্রয়াস।