সোহেল রানা, মালয়েশিয়া প্রতিনিধি।
মালয়েশিয়ায় ১৩ বাংলাদেশিসহ ২৮ জনকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এরা মানবপাচারের শিকার হয়েছেন বলে ধারণা করছেন পুলিশের কর্মকর্তারা।
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি স্থানীয় পুলিশ। তবে ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোর আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলোস্তার পাদাং সেরাইয়ের একটি দ্বিতল বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ২৮ জনকে উদ্ধার করে। উদ্ধার হওয়াদের মধ্যে তিন দেশের নাগরিকদের পাওয়া গেছে। তারমধ্যে ৭জন পাকিস্তানী, ৮ জন ভারতীয়, ১৩ জন বাংলাদেশি রয়েছে বলে জানান স্থানীয় পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাদেরকে কুয়ালালামপুর থেকে অস্থায়ী হিসাবে ওই বাড়িতে রাখা হয়েছে অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে।
এদিকে ২৮ জন বিদেশি অভিবাসীদের উদ্ধারের ঘটনায় মানবপাচার চোরাচালান আইনের ২০০৭ এর ৪৪ ধারায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্টরা।