রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় সেখানে ২৮ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার মাত্র তিন সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়।
উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের কর্মকর্তা মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এভাবে পানি বাড়তে থাকলে আজ সন্ধ্যা নাগাদ পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানির স্তর বিপদসীমা অতিক্রম করবে।
এদিকে পদ্মায় পানি বেড়ে গোয়ালন্দ উপজেলা এলাকার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে নদী তীরবর্তী বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ। সেখানে পায়েহাঁটা পথসহ বিভিন্ন রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় গ্রামের বাসিন্দারা এখন খেয়া নৌকায় যাতায়াত করছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগে দৌলতদিয়া-পাটুরিয়া একটি গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন সেখানে কয়েক হাজার বিভিন্ন গাড়ি ফেরিপারাপার হয়। কিন্তু নদীতে পানি বেড়ে যাওয়ায় ফেরিঘাটগুলো ‘মিড-ওয়াটার’ থেকে ‘হাই-ওয়াটার লেভেলে স্থাপনের কাজ করছে বিআইডাব্লিউটিএ। পাশাপাশি স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় নৌপথে ফেরি ও লঞ্চগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। পারাপারে সময় অনেক বেশী লেগে যাওয়ায় সেখানে ফেরির ট্রিপসংখ্যা আগের চেয়ে কিছুটা কমে গেছে।