কিছুদিন আগেই লকডাউন ভেঙ্গে মাদক বহন করে গ্রেপ্তার হয়েছিলেন তরুণ পেসার শেহান মাদুশঙ্কা। অল্প সময়ে আবারও খারাপ কারণে শিরোনামে লঙ্কান ক্রিকেট। গাড়িচাপায় এক বৃদ্ধকে হত্যার অভিযোগে শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ম্যাচ ফিক্সিং নিয়ে উত্তাল লঙ্কান ক্রিকেট।

শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, আজ রবিবার ভোর পাঁচটায় কলম্বোর কাছে পানাদুরা নামের এক জায়গায় মেন্ডিসের গাড়ি একটি বাইসাইকেলে আঘাত করে। সাইকেলটি চালাচ্ছিলেন ৭৪ বছর বয়সী এক বৃদ্ধ। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। মেন্ডিসকে আজই আদালতে হাজির করানো হবে।

২৫ বছর বয়সী কুশল মেন্ডিস শ্রীলঙ্কার ক্রিকেটের বড় তারকা। খেলেছেন ৪৪টি টেস্ট, ৭৬টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি। টেস্টে ৩৭ গড়ে করেছেন ২৯৯৫ রান, ওয়ানডেতে ৩০.৫২ গড়ে ২১৬৭ রান। গত কিছুদিন ধরেই করোনা পরবর্তী ক্রিকেট ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। সেই উপলক্ষে চালু হওয়া জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে ছিলেন মেন্ডিস। তার মাঝেই এই ঘটনা।