নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সর্ব প্রথম একক ডিজিটাল স্ট্যান্ডার্ড প্লাটফর্ম নিয়ে আসছে বাংলা ভাষাভাষীদের জন্য সকল বাংলা রেডিও স্টেশন এবং বাংলাদেশী সকল সঙ্গীত শিল্পীদের সকল গান শোনার অন্যতম আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স প্লাটফর্ম “রেডিওবাক্স”।
প্রতিষ্ঠানটির এর মাধ্যমে সকল রেডিও স্টেশন, শিল্পী, সুরকার, গীতিকার, রেডিওজকিদের জীবন বৃত্তান্ত, সোশ্যাল এক্টিভিটি, শিল্পীর নতুন সঙ্গীত এবং নতুন শিল্পীদের প্রমোট করা, রেডিওজকিদের নতুন অনুষ্ঠান এবং আগামীতে প্রচারিত অনুষ্ঠান প্রমোট করা সহ আরো অনেক কাজ করা হবে । রেডিওবাক্স এপ্লিকেশন খুব শীগ্রই আসছে ওয়েব, আইওএস অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ এবং হোম ও কনজিউমার অ্যাপ্লায়েন্সে এবং এই প্লাটফর্মটি সম্পূর্ণ বিনা মূল্যে পাওয়া যাবে। রেডিওবাক্স এর মুল লক্ষ লাইভ স্টেশন, কাস্টম আর্টিস্ট স্টেশন, পডকাস্ট, প্লেলিস্ট এবং ফেভারিট সুবিধা প্রদান করা। বাংলা সংগীতকে বিশ্বের মানুষের হাতের মুঠোয় পৌঁছায় দেওয়াই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য। জানিয়েছেন রেডিওবাক্স -এর সিইও মাহতাবুল ভূইয়াঁ।