বাইকারদের উদ্দেশ্যে সতর্কবার্তা:
মুহাম্মদ রকিবুল হাসান রনি
মহামারী করোনাভাইরাস কে কেন্দ্র করে অনেকেই অনেকের নির্দিষ্ট অভ্যাস টুকু বদলে ফেলেছেন হয়তো! বাইক নিয়ে বেশি বের না হওয়ার কারণে এ সমস্যাগুলো হতে পারে। ২/১ দিন ধরে রাজধানীতে লক্ষ করা যাচ্ছে কমবেশি সব ধরনের বাইক চেক করা হচ্ছে। যাদের সবকিছু আছে তারা হয়তো বা সার্জেন্ট চেক করবে না মনে করে বাসায় ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, ইন্স্যুরেন্স ও গাড়ির পেপারস ভুলে বাসায় রেখে আসেন অথবা অনেকে এই মহামারী করোনাভাইরাস কে কেন্দ্র করে অনেকেই ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য জিনিসপত্র না থাকা সত্ত্বেও রাস্তায় বাইক নিয়ে বের হচ্ছেন তাদের জন্য এই বার্তাটি। খুব তৎপর বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী। সাধুবাদ জানাই তাদের এই কর্মসূচিকে। আমরাও চাই কোন ধরনের দুর্নীতি না হোক। সকলে স্বচ্ছ থাকি সকলের জায়গা থেকে। যদি কারো ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, গাড়ির কাগজ না থাকে তাহলে কারো কথাই শোনা হচ্ছে না সরাসরি মামলা হচ্ছে। যদি হেলমেট, লাইসেন্স এবং গাড়ির প্রয়োজন কাগজপত্র না থাকে তাহলে কমপক্ষে একটি মামলার আওতায় এনে হলেও দেওয়া হচ্ছে মামলা । একটি আইনে কমপক্ষে ৫০০০ টাকা মামলার আওতায় পড়ছে বাইকাররা। তাই সকল বাইকার বন্ধুদের দৃষ্টি আকর্ষন করে বলতে চাই আপনারা নিজেরা সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করুন। এই মহামারীতে হয়তো সকলের পকেট ফাঁকা তারপরেও বলবো এই মুহূর্তে একটি মামলা খেয়ে নিজেকে প্রবলেমে ফেলবেন না। যদি আপনাদের কাগজপত্র না থাকে তাহলে কাগজপত্র করার ব্যবস্থা করুন তারপর বাইক রাস্তায় বের করুন। সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একজন সচেতন নাগরিক হিসেবে পরিচয় দিন। ওভার স্পিডে বাইক চালাবেন না। আইন নিজের হাতে তুলে নিবেন না। মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই মহামারী ক্লান্তিলগ্নে যদি কেউ এই মামলার আওতায় পড়েন তাহলে কাউকেই ছাড় দেয়া হচ্ছে না এবং হবে না। প্রত্যেকটি সার্জেন্ট তার নিজ দায়িত্ব পালন করছে। কোন পুলিশ ভাই কে গালাগালি করবেন না আগে নিজে সংশোধন হোন তারপর প্রতিবাদ করবেন। আপনাদের উদ্দেশ্যে সতর্কবার্তা লিখতে গেলেও মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ হতে হয় আমাকে। তাই বলব সকলের উদ্দেশ্যে নিজে সচেতন হোন। নিজে ঠিক তো সব ঠিক। আপনাদের সকলের সহযোগিতায় সুন্দর হয়ে উঠবে আমাদের এই প্রাণের শহর ঢাকা। তাই ঢাকার বাসিন্দাদের বলতে চাই প্রত্যেকটি মোড়ে মোড়ে সার্জেন্ট বাইক চেক করছে আপনারা কেউ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া রাস্তায় যাবেন না। আপনার মামলা খাওয়ার জন্য আপনি দায়ী।