দুঃখ

লেখক: ইয়াসির আহমেদ,শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ (বাংলা অনার্স, চতুর্থ বর্ষ), হবিগঞ্জ।

দুঃখ হয় মনস্তাপে দীর্ঘ রাত ক্ষয় হচ্ছে,

চার টাকার মোমবাতির সাথে।

অগ্নিতাপে মোমবাতির দেহে,

ঝরছে পরিতপ্ত শোক, ঠিক আমার বেদনার অশ্রুর মতো।

আঁধার গভীর হচ্ছে, আরোও গভীর হচ্ছে,

মেতেছি আজ নিজ অস্তিত্বের ঘ্রাণে।

আজ প্রত্যাখান দিবসে, পরিহাস লাঞ্ছনার ভীরে,

মোমবাতির মতো গলে পড়ছে স্বপ্নগুলি।

 কেবা বুঝে পীড়ন, কেবা কাঁদবে আর,

সজনার পাতা বিসর্জনে শোক প্রকাশ।

আমাকে বুঝার ক্ষমতা নেই তোমার,

এই ভেবে রজনী গলছে।

আরো পড়ুন : হে মহান নেতা