সানাউল্লাহ, দোহা (কাতার)প্রতিনিধি:
কাতার এয়ারওয়েজের টিকেট কিনে যারা করোনার এই সময়ে ভ্রমণ করার সুযোগ পাননি, তাদের জন্য সুখবর দিল কাতার এয়ারওয়েজ।
চলমান এই দুর্যোগে বিশ্বজুড়ে টিকেট নিয়ে দুশ্চিন্তায় আছেন লাখো যাত্রী। গতকাল এক বিজ্ঞপ্তিতে কাতার এয়ারওয়েজ জানিয়েছে, যারা কাতার এয়ারওয়েজের টিকেট কিনে করোনার কারণে এখনো ভ্রমণ করতে পারেননি, তারা আগামী দুই বছর পর্যন্ত এই টিকেট ব্যবহারের সুযোগ পাবেন।
ফলে কেনার তারিখ থেকে দু বছর ধরা হবে এই টিকেটের মেয়াদ। এমনকি যাত্রীরা চাইলে গন্তব্য বা ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন কোনো বাড়তি ফি ছাড়াই।
করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ রয়েছে আকাশ যোগাযোগ। তবে আগস্ট মাস থেকে অধিকাংশ দেশে ফ্লাইট চলাচল শুরু হতে পারে বলে আশা করা যাচ্ছে।