যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমানোর লক্ষ্যে চারটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প এই নির্বাহী আদেশগুলোতে সই করেন। নির্বাচনের আগে নিজের জনপ্রিয়তা বাড়াতে ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বলছেন বিশেষজ্ঞরা।
ট্রাম্প বলেন, চারটি আদেশে আমি আজ স্বাক্ষর করছি যেটা প্রেসক্রিপশন বা বৈধ ওষুধের বাজারকে পুর্নগঠনে সহায়তা করবে। এর ফলে যুক্তরাষ্ট্রে আগের চেয়ে কম মূল্যে ওষুধ পাওয়া যাবে। সেই সাথে সস্তায় বিদেশ থেকে ওষুধ আমদানি করা যাবে।
তবে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরোধীতা করে অনেকেই বলছেন, এতে তেমন একটা প্রভাব পড়বে না। এ নিয়ে ফার্মাসিউটিক্যাল রিসার্চ এন্ড ম্যানুফেকচারার্স অব আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন একটি বিপজ্জনক নীতি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ভবিষ্যতে রোগীদের ভুগতে হবে।
আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কম্পানির পরিচালকের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে উৎপাদিত প্রায় প্রতিটি ঔষধের দাম প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর পাশাপাশি ইউরোপের দেশগুলোর চেয়ে বেশি