বিশ্বকাপের ২১তম ম্যাচে ৩৪.১ ওভারেই শেষ হয় আফগানিস্তানের ১২৫ রানের ইনিংস। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া বোলারদের দাপটে কোনো রকমে একশ’ পার করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন নয় নম্বরে নামা রশিদ খান। এছাড়া দুই ওপেনার নূর আলী জাদরান ৩২ ও হজরতউল্লাহ জাজাই ২২ করলেও বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে ১২৫ রানেই অলআউট হয়েছে আফগানরা। টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় পেতে বৃষ্টি আইনে ১২৭ রান করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।