সোহেল রানা,মালয়েশিয়া প্রতিনিধি।
মালয়েশিয়ার দুটি কোম্পানি বিদেশি কর্মী নিয়োগে শূন্য ব্যয় নীতিতে ফিরে আসছে। বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ থেকে যাওয়া কর্মীদের অভিবাসন ব্যয় ফিরিয়ে দিচ্ছে কোম্পানিগুলো বলে জানা গেছে। ফলে দেশটিতে কর্মরত ১ হাজার ২৮১ বাংলাদেশিসহ ১ হাজার ৬০০ কর্মী অভিবাসন ব্যয় ফিরে পাচ্ছেন।জানা গেছে, এতে প্রতিজন কিস্তিতে পাচ্ছেন ১৭ হাজার ৫০০ রিংগিত। যা তাদের নিয়োগ ব্যয় হিসেবে ধরা হয়েছে।দূতাবাস সূত্রে জানা গেছে, দেশটির অন্যান্য কোম্পানিও একই ব্যবস্থায় আসার প্রক্রিয়ায় রয়েছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে ডব্লিউআরপি কোম্পানির কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করেছে কর্তৃপক্ষ।