বাংলাদেশের রাষ্ট্রদূত কে বিদায়ী সম্মাননা দেন কাতারের আমির।

শিপন, বিশেষ প্রতিনিধি, কাতার

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদকে কাতারের রাষ্ট্রীয় ভাবে বিশেষ সম্মাননা পদক ‘আলওয়াজবা পদকে’ ভূষিত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি।
বাংলাদেশ ও কাতারের মাঝে ভাল সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা করেন বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ।Image

এর আগে কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও বিদায়ী সাক্ষাত করেন রাষ্ট্রদূত।

আজ ১৯ জুলাই বুধবার সকালে দোহায় দিওয়ানে আমিরি ভবনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন রাষ্ট্রদূত আসুদ আহমদ। তিনি এ সময় কাতারে দায়িত্বপালনকালে সহযোগিতা করায় কাতারের আমির এবং কাতারের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রায় ৫ বছর দায়িত্ব পালন শেষে আর কিছুদিনের মধ্যে কাতার ত্যাগ করবেন রাষ্ট্রদূত আসুদ আহমদ।