আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ২০২০ সালের আইপিএল। ইতিমধ্যেই আট ফ্র্যাঞ্চাইজি দল আমিরাতে পৌঁছে গেছে। তবে আইপিএল শুরুর আগে করোনা সুরক্ষা মেনেই কোহলি-ধোনিদের ডোপ পরীক্ষা হবে। এই প্রথমবার আইপিএলে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করতে চলেছে নাডা।
ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) এবং আরব আমিরাতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং কমিটি যৌথভাবে ক্রিকেটারদের ডোপ টেস্ট করবে। ইতিমধ্যেই নাডা তাদের পরিকল্পনা তৈরি করে ফেলেছে। জানা গেছে, আরব আমিরাতেতে পাঁচটি ডোপ কন্ট্রোল স্টেশন তৈরি করতে চলেছে নাডা। দুবাই, আবু ধাবি এবং শারজাতে এবছর আইপিএল হবে। এছাড়াও আমিরাতেতে আরও দুই জায়গায় বসতে চলেছে ডোপ কন্ট্রোল স্টেশন।
নাডার পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল চলাকালীন ৫০ জন ক্রিকেটারের স্যাম্পেল নেওয়া হবে। যার মধ্যে রক্ত এবং মূত্রের নমুনা সংগ্রহ করা হবে। আইপিএল শুরুর আগে এমনকি আইপিএল চলাকালীন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের ডোপ পরীক্ষা করা হবে। করোনা পরিস্থিতিতে নো কন্যাক্ট পদ্ধতিতে ডোপ টেস্ট হবে বলে জানিয়েছে নাডা।