কাতারে পুলিশের হাতে ধরা ৩১ প্রতারক

সানাউল্লাহ
দোহা(কাতার)প্রতিনিধি।

কাতার পুলিশের হাতে আটক প্রতারকদের একজন
অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে মোবাইল প্রতারক চক্র।

দীর্ঘদিন ধরে এই চক্র বিভিন্ন মানুষের মোবাইলে ভুয়া মেসেজ পাঠিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল।

কাতার পুলিশ এমন প্রতারক চক্রের ৩১ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

গত দু বছর ধরে এরা মানুষেল সাথে নানারকম প্রতারণা করে আসছিল। এঁদের ধোকায় পড়ে হাজার হাজার রিয়াল হারিয়েছেন অনেক সাধারণ মানুষ।

পুলিশ বলছে, দুই বছরে এরা কাতারে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ১০ মিলিয়ন কাতারি রিয়াল। মোবাইলে মেসেজ পাঠিয়ে বা কল করে নানারকম প্রতারণা ছিল এদের মূল কাজ।

এই বিপুল পরিমাণ অর্থ তারা কাতারের বাইরে পাচারও করে ফেলেছে।

প্রতারণার কাজে ফোন ও মেসেজ করতে এই প্রতারকরা মোট ৪ হাজার সিমকার্ড ব্যবহার করেছে।

এ পর্যন্ত এঁদের বিরুদ্ধে পুলিশের কাছে মোট ৯৬০ জন ভুক্তভোগী অভিযোগ করেছেন।

কাতার পুলিশের অর্থনৈতিক ও প্রযুক্তি অপরাধ বিভাগের এক অভিযানে ধরা পড়ে এই চক্রের সদস্যরা। প্রায় ছয় ঘন্টার অভিযানে এ সময় পুলিশ আটক করতে সক্ষম হয় ৩১ জন প্রতারককে।