সানাউল্লাহ
দোহা (কাতার) প্রতিনিধি।

কাতারে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে চাইলে ‘এনওসি’ নেওয়ার নিয়ম বাতিল করা হয়েছে। এতোদিন কাতারে নতুন কোম্পানিতে ট্রান্সফার হতে চাইলে পুরনো কোম্পানির কাছ থেকে যে নো অবজেকশন সার্টিফিকেট লাগতো, সেটির আর প্রয়োজন হবে না।কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি ৩০ আগস্ট এ সম্পর্কিত একটি আইনে অনুমোদন দিয়েছেন।

তবে আইনটি কার্যকর হবে সরকারি গেজেটে প্রকাশের ছয় মাস পর।

নতুন এই আইনের ফলে এখন বিদেশি শ্রমিক ও কর্মীরা খুব সহজে কোম্পানি পরিবর্তনের সুযোগ পাবেন। এনওসি না থাকায় আর কাউকে এই সুযোগ থেকে বঞ্চিত হতে হবে না।এর ফলে কাতারে দক্ষ কর্মীরা আরও ভালো কাজের সুযোগ পাবেন বলে আশা করছে কাতারের শ্রম মন্ত্রণালয়।

শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কাতারে কোম্পানির সাথে শ্রমিকদের সমস্যা নিরসনে বিচারকমিটির সংখ্যা আরও বাড়ানো হচ্ছে।যেসব কোম্পানি শ্রমিকদের পাওনা পরিশোধ করছে না, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া আরও জোরদার করা হবে।