অবিশ্বাস্য হার বলতে যা বোঝায়, অস্ট্রেলিয়ার ভাগ্যে গতকাল রাতে সেটাই ঘটেছে। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারতে হয়েছে মাত্র ২ রানে। ৩৬ বলে প্রয়োজন ৩৯ রান, উইকেট ছিল ৯টি। এই অবস্থা থেকেও যে পরাজয় বরণ করা যায়, সেটার প্রমাণ দেখাল অস্ট্রেলিয়া। ম্যাচের পর অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলছেন, তাদের খুব ‘শিক্ষা’ হয়েছে।
সাউদাম্পটনে শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৫ রান। কিন্তু সদ্য রাজস্থান রয়্যালসে সুযোগ পাওয়া টম ক্যারেনের দুর্দান্ত ইয়র্কারে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে ফিঞ্চ বলেন, ‘আমরা জানতাম, ইংল্যান্ড প্রবলভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তারা খুব ভালোভাবে পরিকল্পনার বাস্তবায়ন করেছে। ১২ থেকে ১৮ ওভার পর্যন্ত আমরা বাউন্ডারি মারতে ধুঁকেছি। এটা নিয়ে আমরা কাজ করছি। যতক্ষণ পর্যন্ত ছেলেরা শিখছে এবং উন্নতি করছে। এবার আমাদের খুব শিক্ষা হয়েছে।’
১৬৩ রান তাড়ায় উদ্বোধনী জুটিতে মাত্র ১১ ওভারে ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার ৯৮ রান তুলে ফেলেছিলেন। অনায়াস জয়ের পথে ছিল অস্ট্রেলিয়া। আদিল রশিদের বলে স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল বাজে শটে বিদায় নিলে ম্যাচের মোড় ঘুরে যায়। বাজে শট নিয়ে ফিঞ্চ বলেন, ‘ওরা দুজনই পরিকল্পনা অনুযায়ীই শট খেলেছে। যদি পরিকল্পনা ও বাস্তবায়ন আলাদা করে ভাবেন, তাহলে আরেকটু গভীরভাবে বুঝতে পারবেন। আমি ডেভি (ওয়ার্নার) ও আমাকেই বেশি দায় দেব। আমরা দুজনই ভালো খেলছিলাম, কিন্তু কেউই ম্যাচ জয়ের মতো অবদান রাখতে পারিনি।’