গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলে তরল লোহা ছিটকে পড়ে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আরো একজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মোজাম্মেল নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। তাঁকে নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়াল।

আজ সোমবার ভোরে মোজাম্মেল মারা যান বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থশংকর পাল।

এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) দুলাল নামের আরো একজন মারা যান। চিকিৎসাধীন বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা রাজধানীর শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে গাজীপুরের টঙ্গী এসএস স্টিলে মিলের ফার্নেস থেকে তরল লোহা ছিটকে পড়ে ৪ শ্রমিক অগ্নিদগ্ধ হন।