সোহেল রানা

ইন্দোনেশিয়ার নারীকে হত্যার অভিযোগে সিঙ্গাপুরের কাঠগড়ায় বাংলাদেশি
সিঙ্গাপুরে ইন্দোনেশিয়ার এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক প্রবাসী বাংলাদেশি বিরুদ্ধে। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ৩১ বছর বয়সী বাংলাদেশি আহমেদ সেলিমের বিরুদ্ধে হত্যার অভিযোগে সিঙ্গাপুরের একটি আদালতে বিচারের শুনানি শুরু হয়েছে।

সুরাতা নামে ইন্দোনেশিয়ার ওই নারীর সঙ্গে দুই বাংলাদেশি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার পর প্রথম প্রেমিক সেলিম ওই নারীকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়ানোয় তাকে শ্বাসরোধে হত্যা করেন সেলিম।

উল্লেখ্য, সিঙ্গাপুরের সেরানগুনের একটি পরিবারে গৃহকর্মী হিসেবে কাজ করার সময় ২০১২ সালের মে মাসে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। তারা দু’জনই পরবর্তী বিয়ে করবেন বলে একমত হন। কিন্তু ২০১৮ সালের মাঝের দিকে আরেক প্রবাসী বাংলাদেশি শ্রমিক শামীম শামিজুর রহমানের সাথে গোপনে দেখা করেন সুরাতা। প্রেমিকা প্রতারণা করছেন বলে সেই সময় সন্দেহ করেন সেলিম। এ নিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি হয়।
এরপর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সিঙ্গাপুরের গেল্যাং এলাকার গোল্ডেন ড্রাগন হোটেলে প্রেমিকা নুরহিদায়াতি ওয়ার্তোনো সুরাতাকে শ্বাসরোধে হত্যা করেন বাংলাদেশি প্রবাসী শ্রমিক আহমেদ সেলিম।