সানাউল্লাহ, দোহা(কাতার)প্রতিনিধি।
কাতারে বিদেশি কর্মীরা এখন নিজেদের আইডির মেয়াদ শেষ হওয়ার পরও তিন মাসের মধ্যে কোম্পানি পরিবর্তন করতে পারবেন। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক গেজেটে নতুন এই নিয়মের ঘোষণা দিয়েছে।
পাশাপাশি, কোনো কোম্পানি যদি অস্থায়ীভাবে কর্মী নিতে চায় যেটিকে আরবিতে (ইয়ারা) বলা হয়ে থাকে, সেক্ষেত্রে ওই কর্মীর জন্য আলাদা একটি চুক্তিপত্র জমা দিতে হবে অনুমতি নেওয়ার সময়। এর মাধ্যমে এখন বিদেশি কর্মীরা নিজের কোম্পানির অধীনে থেকে অন্য কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন।
কাতারে বিদেশি কর্মীদের বসবাস ও আসা-যাওয়া সম্পর্কিত আইন (২০১৫/২১) এর কিছু ধারা পরিবর্তন করে এই নতুন গেজেট প্রকাশ করা হয়েছে।
কাতারে এখন কোম্পানি পরিবর্তনের বিষয়টি পুরোপুরি চুক্তিপত্র নির্ভর ও শ্রম মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। ফলে কোনো কর্মী এখন যে কোনো সময়ে কোম্পানি পরিবর্তন করতে চাইলে শ্রম মন্ত্রণালয়ের নতুন নিয়মগুলো মেনে আবেদন করতে পারবেন