সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
প্রশ্ন : যদি কোনো ব্যক্তি পবিত্র পাত্রে অপবিত্র কাপড় ধৌত করে এবং ধৌত করার সময় বালতি থেকে ব্যবহৃত পানির ছিটা ওই কাপড়ে লাগে তাহলে ওই কাপড় অপবিত্র হবে কি না?
আকরাম খান, মাধাইয়া, কুমিল্লা।
উত্তর : অপবিত্র কাপড় তিনবার ধৌত করার পর পবিত্র হয়ে যাবে। ধৌত করার সময় ব্যবহৃত পানির ছিটা ওই কাপড়ে লাগলে কোনো অসুবিধা নেই। (আল মুহিতুল বুরহানি : ১/২২৩, হিন্দিয়া : ১/৪২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/১০২)