চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী কেলেঙ্কারি এবং হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সাটুরিয়া উপজেলা যুবলীগ সভাপতি মো. রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, সাটুরিয়া থানা যুবলীগের সাধারণ সম্পাদককে আগের কমিটি এর আগেই বহিষ্কার করেছিল। কিন্তু এর পরও তিনি সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত কাজ করে আসছিলেন। বিষয়টি জানার পর কেন্দ্রীয় কমিটির পরামর্শে শনিবার তাঁকে পুনরায় বহিষ্কার করা হয়েছে।
সাটুরিয়া যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, ‘আমাকে বর্তমান জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার আগেই আগের কমিটি সাময়িক বহিষ্কার করা হয়েছিল। আবার তা প্রত্যাহার করেও নেওয়া হয়েছিল। জেলা আহ্বাক কমিটির প্রতি আমি শ্রদ্বাশীল। আশা করছি এ বহিষ্কারও আগামী কয়েক দিনের মধ্যে পুনরায় প্রত্যাহার করে নেওয়া হবে।