জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ গত ২০ মার্চ ৮৯তম জন্মদিন পালন করেন। ৯০ পাউন্ডের কেক কেটে নিজের জন্মদিনের উদযাপনের সূচনা করেন এরশাদ। সকাল থেকেই পাঁচ শতাধিক নেতাকর্মী স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অনেকে ফুল ও কেক নিয়ে হাজির হন। এমন শুভেচ্ছায় আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন।
কেকে কাটার পর এরশাদ বলেন, দীর্ঘদিন কারাগারে ছিলাম, কেউ পাশে ছিল না। শত অত্যাচার আমাদের দমাতে পারেনি। শুধু মনের জোরে এগিয়ে চলেছি, তাই শত ষড়যন্ত্র আমাদের ধ্বংস করতে পারেনি। অবিচার আর অত্যাচারে যে দল ভেঙে পড়ে না, সে দলকে কেউই ধ্বংস করতে পারেনি, পারবেও না।এ সময় নেতাকর্মীদের প্রতি দলকে আরও শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, সংসদে বিরোধী দলের ভূমিকা রেখে জাতীয় পার্টি গণতন্ত্রকে সমুন্নত রাখছে। জাতীয় পার্টিকে তোমরা আরও শক্তিশালী করে তোলো।