পদ্মায় তলা ফেটে দুর্ঘটনায় এমভি শাহপরান লঞ্চ, উদ্ধার সব যাত্রী

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে পদ্মা নদীর মাঝে ড্রেজার মেশিনের পাইপে ধাক্কা লেগে এমভি শাহপরান নামে একটি লঞ্চের তলা ফেটে গেছে। লঞ্চটিতে ১২০ যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে লঞ্চের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

আজ রবিবার দুপুরে পদ্মার শরীয়তপুর জেলার মাঝিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যাত্রীদের অন্য লঞ্চে করে উদ্ধার করতে শুরু করে।

বিআইডব্লিউটিএ’র ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ১২০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ। কোনো যাত্রী হতাহত হয়নি।