সোহেল রানা, মালয়েশিয়া প্রতিনিধি।
মালয়েশিয়ায় কমিউনিটি প্রেস ক্লাবের কমিটি গঠন
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরে প্রেসক্লাবের এক আলোচনা সভায় এ কমিটির নাম ঘোষণা করা হয়।
২০২০-২১ সালের জন্য ঘোষিত এ কার্যকরী কমিটির সভাপতি পদে আরটিভি’র মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু ও সাধারণ সম্পাদক পদে সময় টিভি’র মোহাম্মদ আব্দুল কাদের নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি এনটিভি’র মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সহ-সভাপতি বিডিনিউজ২৪.কমের প্রতিনিধি রফিক আহমদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ওআইসিটুডে’র হেড অব মিডিয়া এন্ড ক্রিয়েটিভ সাঈদ হক, সাংগঠনিক সম্পাদক ফ্রিল্যান্স ফটো সাংবাদিক এম. ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক সিএনআই প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনটিভি মালয়েশিয়ার নিউজ রুম এডিটর (ইংরেজি) কবি আবু সুফিয়ান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিএইচডি শিক্ষার্থী জিনাত এ তাবাশসুম। এছাড়া কার্যকরি কমিটির সদস্য হিসাবে আছেন বাপ্পি দাস, শামসুজ্জামান নাঈম ও শাখাওয়াত হোসেন জনি।
এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা বলেন, প্রবাসীদের আনন্দ, বেদনা, হাসি-কান্না, দুঃখ, কষ্টের চিত্র তুলে ধরতে আমরা প্রতীজ্ঞাবদ্ধ। প্রবাসীদের যেকোনো সমস্যায় কমিউনিটি প্রেস ক্লাব পাশে থাকতে চায়, একই সঙ্গে প্রবাসে দেশের সম্মান সমুন্নত রাখতে সংগঠনটি সবসময় সচেষ্ট বলেও মন্তব্য করেন তারা।
এছাড়াও নতুন কমিটি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে যাবেন এবং ভবিষ্যতে কমিটির কার্যক্রম আরো গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ দিকে শনিবার রাতেই বিদায়ী কমিটি নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।