যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের তৃতীয় দিন পার হলেও স্পষ্টভাবে জানা যায়নি কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। বার্তা সংস্থা এপি’র তথ্য অনুসারে, বাংলাদেশ সময় শুক্রবার সকাল পর্যন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ব্যাটলগ্রাউন্ড বা হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়াতে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ব্যবধান কমে আসছে দ্রুত। ৯৯ শতাংশ ভোট গণনার পর মাত্র দুই হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প।
জর্জিয়াতে ৯৯ শতাংশ ভোট গণনা হয়ে গেছে। এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৭ হাজার ২২৩ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৫ হাজার ৩২১ ভোট। ট্রাম্পের চেয়ে বাইডেন পিছিয়ে আছেন মাত্র দুই হাজারের মতো ভোট। অঙ্গরাজ্যটিতে এখনও ১৫ হাজারের মতো ভোট গণনা বাকি আছে। তিন বা চার ঘণ্টা আগেও এই ব্যবধান ১০ হাজার ভোটে। কত দ্রুত ট্রাম্প পিছিয়ে পড়ছেন এটি তার ইঙ্গিত বলে উল্লেখ করেছে বিবিসি।
জর্জিয়ায় রয়েছে ১৬টি ইলেক্টোরাল ভোট। ১৯৯৬ সালের পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে এবার জর্জিয়াতে। ২০১৬ সালে ট্রাম্প জর্জিয়াতে ৫ শতাংশ পয়েন্ট ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, বাইডেন ২৬৪ ও ট্রাম্প ২১৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। এর অর্থ হলো বাইডেন যদি জর্জিয়া কিংবা আলাস্কা বাদে অন্য কোনও অঙ্গরাজ্যে জয় পেয়ে যান তাহলে তার ম্যাজিক ফিগার নিশ্চিত হয়ে যাবে।