আমরা বিডি বাইকার্স
আমরা বিডি বাইকার্স এটি একটি গ্রুপ, একটি আবেগ, একটি সপ্ন। আজ থেকে ২ বছর আগে বাইকের প্রতি ভালোবাসা থেকে এই গ্রুপ টি তৈরি করা হয়েছিল। দেখতে দেখতে সেই গ্রুপ টি এখন ২ বছর শেষ করে ৩য় বছরে পা দিয়েছে।
আমরা আমাদের আমরা বিডি বাইকার্স এর বর্ষপূর্তি অনুষ্ঠান করোনার জন্য ছোট পরিসরে উৎযাপন করতে বাধ্য হয়েছি।
আমাদের আমরা বিডি বাইকার্স এর বর্ষপূর্তিতে উপস্থিতে ছিলেন আমরা বিডি বাইকার্স এর প্রতিষ্ঠাতা এডমিন ফরহাদ হোসাইন ও গ্রুপের অন্যান্য এডমিন আলামিন ভূইয়া, পারভেজ মুন্না, আরিফ, মোহাসিন, পারভেজ।
তাছাড়া উপস্থিত ছিলেন আরো অনেক গ্রুপ মেম্বার মোঃ মাসুদ, হাসান, সৈকত, সুজন, নয়ন, শাহ শওকাত, রাতুল হীরা সহ আরো অনেক।
আমরা বিডি বাইকার্স আমরা যখন এই গ্রুপ টি তৈরি করি তখন আমাদের গ্রুপ মেম্বার বলতে আমাদের নিজেদের বন্ধু বান্ধব আর কাছের ছোট বড় ভাই ব্রাদার। আজ সেই ভাই ব্রাদার আর বন্ধু বন্ধবের সংখ্যা প্রায় ২০০০। এবং এর পেজের লাইকার এর সংখ্যা ৩০০০।আমাদের গ্রুপের প্রথম উদ্দেশ্য ছিলো আমরা যারা বাইকার্স আছি তারা সবাই মিলেমিশে থাকব এবং গ্রুপ ট্যুর দিবো। আমারা যারা এই গ্রুপে আছি তারা সবাই জানে আমাদের গ্রুপ ট্যুর সম্পর্কে। ইতোমধ্যে আমরা দেশের প্রায় ১০ টি জেলা ট্যুর দিয়েছি, তাছাড়া আমাদের ভাই ব্রাদার ও বন্ধু বান্ধব মিলে আরো অনেক গুলো ট্যুর দিয়েছে। আমরা চাই সমগ্র বাংলাদেশ গ্রুপ ট্যুর দিব এবং সমগ্র বাংলাদেশে আমাদের গ্রুপের ভাই ব্রাদার থাকবে (ইনশাআল্লাহ)।
আমাদের গ্রুপ ট্যুর ছাড়াও আমাদের গ্রুপের অন্যান্য কার্যক্রমের পাশাপাশি আমরা আমাদের দেশের বিভিন্ন জাতীয় বার্ষিক/দিবস এ গ্রুপ র্যা লী করে থাকি (যেমন- বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবস, পহেলা বৈশাখ)।
আমরা বিডি বাইকার্স এর নিজস্ব টি-শার্ট, উইন্ড ব্লানকার্স জার্সি। যা আমরা আমাদের গ্রুপ বাইক ট্যুরে ব্যবহার করে থাকি।
এ বছর আমরা বিডি বাইকার্স এর বর্ষপূর্তিতে আমরা বিডি বাইকার্স এর পেজ ও গ্রুপের পাশাপাশি ইউটিউব চ্যানেল ও চালু করেছি।
আমরা বিডি বাইকার্স এর ফেসবুক পেজের লিঙ্ক https://www.facebook.com/amrabdbikers
আমরা বিডি বাইকার্স এর ফেসবুক গ্রুপের লিঙ্ক https://www.facebook.com/groups/amrabdbikers
আমরা বিডি বাইকার্স এর ইউটিউব লিঙ্ক https://www.youtube.com/channel/UCWQiL03dCz0ykgB1kbl5YGw