আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে নারী ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। চলতি বছর ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো শুরু হয়েছে এই টুর্নামেন্ট। তবে করোনা মহামারির কারণে নারী লিগের খেলা ১৩ মার্চ থেকে স্থগিত হয়ে যায়।

দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর গত ৭ নভেম্বর ফের মাঠে গড়ায় এই লিগ। ১১ নভেম্বর শেষ হয়েছে প্রথম রাউন্ডের খেলা। এই রাউন্ডে ছয় ম্যাচের সবগুলোতে জিতে সর্বমোট ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচ থেকে ১৫ পয়েন্টের সংগ্রহে তালিকার ২য় অবস্থানে আছে নাসরিন স্পোর্টিং একাডেমি।

১০ পয়েন্ট করে নিয়ে ৭ দলের এই লিগে পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে রংপুর এফসি উত্তরবঙ্গ ও জামালপুর কাচরীপাড়া একাদশ। প্রথম রাউন্ডের মত দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচও অনুষ্ঠিত হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।