ফয়সাল লস্কর
নাসিরনগর উপজেলা প্রশাসানের উদ্যেগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্টিত হয়।
গতকাল ২৯ নভেম্বর রবিবার সকালে নাসিরনগর সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী । উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ।
নাসিরনগর আশুতোষ পাইলট উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি তাহমিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, মুক্তিযোদ্ধা রাফিজ মিয়া, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম ভুইয়া। মেলায় ৪ কলেজ, ১৬ স্কুল, ৬ মাদ্রাস ও বিশেষ গ্রুপে ২টি বিজ্ঞান ক্লাব অংশ গ্রহন করে।