মারুফ আহমেদ, কুমিল্লা।।


কুমিল্লা ব্রাহ্মনপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে দুলালপুর কেন্দ্রের পাশে সন্ত্রাসী হামলায় ৩ সাংবাদিকসহ ৮ জন আহত হয়েছে। এসময় ৩ টি গাড়ি ভাংচুর করেছে সন্ত্রাসীরা।

আহত সাংবাদিকরা হলেন, জহিরুল হক বাবু, আশিকুর রহমান আশিক ও আবদুস সালাম।

জানা যায়, উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরু হওয়ার সাথে সাথে নৌকা প্রতিকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের এজেন্ট কিশোর সরকার ও মনির হোসেনের উপর হামলা করে।


এ সময় আনারস প্রতিকের সকল এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। আতংক ছড়িয়ে পড়লে সাধারন ভোটাররা কেন্দ্র ছেড়ে চলে যায়।


খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে, কেন্দ্রে ঢুকার পূর্বেই ওই দুর্বৃত্তরা সাংবাদিকদের উপরও হামলা চালায়। এসময় ৩ জন সাংবাদিকসহ ৮ আহত হয়। সাংবাদিকদের বহনকারীদের তিনটি গাড়ি ভাংচুর করেন তারা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদেরকে ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পাঠায়।


নির্বাচন পযর্বেক্ষণ সময়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনার খবর পেয়ে কুমিল্লা জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ মোঃ নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে আসেন। হামলার সাথে জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।