বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জেমকন খুলনাকে ১৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে বেক্সিমকো ঢাকা। টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করেছে তারা।
ব্যাটিং করতে নেমেই ঝড় তুলেছিলেন ঢাকার ব্যাটসম্যানরা। মাশরাফির প্রথম ওভারে ৩ রান নিলেও সাকিবের করা ইনিংসের দ্বিতীয় ওভারে চার ছক্কাসহ ২৬ রান নেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
তবে নাঈমের এই ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। চতুর্থ ওভারে দলীয় ৪১ রানের মাথায় ১৭ বলে ৩৬ রান করে সহিদুল ইসলামের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি। নাঈমের বিদায়ের পর দলের হাল ধরেন ওপেনিংয়ে নামা সাব্বির রহমান ও আল-আমিন। ৩৬ রানে আল-আমিন আউট হলেও দুর্দান্ত খেলতে থাকেন সাব্বির রহমান। ৩৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেন এই ডানহাতি।
শেষ দিকে আকবর আলী ১৪ বলে ৩১ রান করলে ২০ ওভার শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ১৭৯ রান।
খুলনার পক্ষে শহিদুল ইসলাম ২টি উইকেট শিকার করেন। এছাড়া মাশরাফি, হাসান মাহমুদ ও নাজমুল ইসলাম একটি করে উইকেট লাভ করেন।