সানাউল্লাহ দোহা(কাতার)প্রতিনিধি।

এনওসি ব্যতিত কোম্পানি চেঞ্জের নিয়ম অনুযায়ী অনেকেই কোম্পানি চেঞ্জ করতে পারলেও বর্তমানে নতুন কিছু বিধিনিষেধ আরোপের কারনে অনেকের কোম্পানি চেঞ্জের আবেদন গ্রহণ করা হচ্ছেনা। নতুন আরোপিত বিধিনিষেধের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো- ০১. চেঞ্জের আবেদন করতে বর্তমান কোম্পানির কাছে পদত্যাগপত্র (রিজাইন লেটার) জমা দিতে হবে। আবেদনের সময় এর কপি সংযুক্ত করতে হবে। ০২. নতুন যেই কোম্পানিতে যাবে তাদের থেকে অফার লেটার নিতে হবে। আবেদনের সময় এর কপিও সংযুক্ত করতে হবে। ০৩. ব্যাক্তি যেই কোম্পানিতে যেতে চায় সেই কোম্পানিতে তার জাতীয়তার ভিসা অনুমোদন থাকতে হবে। ০৪. নতুন কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা থাকা যাবেনা। মামলা মোকদ্দমা থাকলে সেসব কোম্পানিতে চেঞ্জ হবে না। ০৫. নতুন কোম্পানির কাজ বা অনুমোদিত প্রকল্প থাকতে হবে। নাম সর্বস্ব বা তথাকথিত ফ্রী ভিসার কোম্পানিতে চেঞ্জ হবে না। তাই কোম্পানি চেঞ্জের আগে এসব বিষয় যাচাই-বাছাই করে তার পর কোম্পানি চেঞ্জের সিদ্ধান্ত নিতে পারেন।