মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ১৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। প্লে-অফের দাবি জোরালো করতে এ ম্যাচে জয়ের দরকার রাজশাহীর। অন্যদিকে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিশ্চিত হয়ে যাওয়া চট্টগ্রামের জন্য ম্যাচটি নিয়ম রক্ষার।
টসে হেরে বাট করতে নেমে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন সৌম্য সরকার ও লিটন দাস। উদ্বোধনী জুটিতে ১২২ রান করেন তারা। এরপর সৌম্য ৪৮ বলে ৬৩ রান করে আউট হন। সৌম্য আউট হওয়ার কিছুক্ষণ পরই সাজঘরে ফেরেন লিটন। লিটনের ব্যাট থেকে আসে ৫৫ রান।
রাজশাহীর আনিসুল ইসলাম ইমন দুটি উইকেট লাভ করেন।