শিপন আহমেদ, (বিশেষ প্রতিনিধি কাতার)
গত ১৩ই ডিসেম্বর রোজ রবিবার ফজর নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যাওয়ার পথে রোড এক্সিডেন্ট করে মারা বাংলাদেশী ইমাম ও খতীব মুইজুদ্দিন ভুঁইয়া। তাহার দেশের বাড়ি নরসিংদী জেলায় রায়পুরা উপজেলায় মরজাল গ্রামে।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা টি ঘটে কাতার মাতার কাদিম এলাকায়। পিছন থেকে অন্য একটি গাড়ির ধাক্কা লাগায় মাথায় প্রচুর আঘাত পায় এবং ঘটনাস্থলে মারা যায়।
তাহার এই একাল মৃত্যুতে শোকাহত কাতারে অবস্থানরত বাংলাদেশী আলেম সমাজ ও তাহার পরিবার।
২০১৪ সালে তিনি কাতারে ধর্ম মন্ত্রনালয়ের আওতায় কাতারের মসজিদে ইমাম ও খতীব হিসেবে নিযুক্ত হন। কাতারে তিনি তাহার পরিবার নিয়েই বসবাস করতেন। একমাত্র কন্যা সন্তান ও স্ত্রী নিয়েই ছিল তাঁহার ছোট সংসার।