মোঃ মনির হোসেন, বাহরাইন

গতকাল ১৬ ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ক্লাব এর উদ্যোগে একটি বর্ণ্যাঢ্য কার শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রতি বছর ক্লাবের সকল সদস্য এবং বাহরাইন প্রবাসীদের সম্পৃক্তার মধ্য দিয়ে বৃহৎ পরিসরে করলেও এবার করোনা পরিস্থিতির কারনে এবং বাহরাইন সরকারের সকল নিয়ম নির্দেশনা মেনে খুবি ছোট পরিসরে শুধুমাত্র ক্লাবের কিছু সংখ্যক সদস্যদের নিয়ে ধারাবাহিকতা রক্ষার জন্য এবারের আয়োজনটি সম্পন্ন করা হয়। তখন বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি জনাব আল আমিন মুহাম্মদ বলেন আমরা আন্তরিকভাবে দু:খিত এবং আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী যে এবারের শোভাযাত্রায় আমরা আপনাদের সম্পৃক্ত করতে পারিনি।

বর্তমান পরিস্থতিতে আমরা চাই বাহরাইন সরকার কর্তৃক যে নির্দেশনাগুলো আছে তা যথাযত পালন করতে যাতে করে আমাদের দেশের সুনাম ক্ষুন্ন না হয়। তাই আমরা আশা করি আপনারা সকলে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমরা আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আগামী বছর আপনাদের নিয়ে আমাদের এই আয়োজন আরো জাঁকজমকপূর্ণ করে আমরা আয়োজন করবো ইনশাল্লাহ । বাংলাদেশ ইয়ুথ ক্লাব সবসময় আপনাদের পরামর্শ, ভালবাসা ও অনুপ্রেরনা নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। আশা করি সবসময় আপনারা আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের পাশেই থাকবেন।