বেরেন্টস সাগরে রাশিয়ান নৌকাডুবি, নিখোঁজ ১৭

বেরেন্টস সাগরে ১৯ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে বলে দেশটির জরুরিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। সোমবার এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুসারে, নৌকাডুবির ঘটনায় ১৭ জন নিখোঁজ রয়েছেন। তবে দুজনকে উদ্ধার করা হয়েছে। মন্ত্রণালয়টি এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, নৌকাডুবির ঘটনা জানার পরই বিষয়টি দেশটির জরুরি বিভাগকে জানানো হয়। এরই পরই শুরু হয় উদ্ধার কার্যক্রম। বর্তমানে পাঁচটি জাহাজ উদ্ধার অভিযানে কাজ করছে। নিখোঁজ আরোহীদের অনুসন্ধান করছে। খারাপ আবহাওয়ার কারণে আকাশ পথে উদ্ধার কার্যক্রম চালানো সম্ভম হচ্ছে না।

এই ঘটনায় মাঠে নেমেছেন দেশটির তদন্তকারীরা। সমুদ্র পরিবহন ব্যবস্থায় নিরাপত্তা বিধি লঙ্ঘনের অপরাধে একটি ফৌজদারি মামলা করেছে।

সূত্র: এএ।