ছবি: আনাদুলু এজেন্সি।

তুরস্কের পূর্ব প্রদেশ ইলাজিগে ৫ দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার সকালে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি (এএফএডি)।

ভূমিকম্পের কম্পন মালাত্তিয়া, আদিয়ামান, সানলিউরফা, মার্ডিন, ব্যাটম্যান এবং দিয়ারবাকির প্রদেশেও অনুভূত হয়। ইলাজিগে গভর্নর এরকায়া ইরিক বলেছেন, ভূমিকম্পের পর কোনো প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমাদের টিম মাঠে কাজ করছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়েলুও বলেছেন, এখন পর্যন্ত কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমাদের টিম অঞ্চলটি পরিদর্শন করছে। কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রাদেশিক কর্তৃপক্ষ, অনুসন্ধান টিম এবং উদ্ধারকারী টিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

সূত্র : আনাদুলু এজেন্সি।