১৩-১৫ বছরের পথ শিশুরা জনসম্মুক্ষে সেবন করছে ডান্ডি

মোঃ আব্দুল্লাহ আল মামুন।

ছবিটি আজ সকালে কুমিল্লা জিলা স্কুলের সামনে থেকে তোলা। ছবিতে দেখা যাচ্ছে ১৩-১৫ বছরের বাচ্চারা ডান্ডি সেবন করছে।

জনমুখে শোনা যায় এই পথ শিশুগুলা ডান্ডি সেবন করে মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার, গালাগালি সহ ছিন্তাই এর ঘটনাও ঘটিয়ে থাকে। এভাবে চলতে থাকলে বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে বলে সাধারণ মানুষের অভিযোগ।

কুমিল্লায় ডান্ডির সরবরাহের উৎস বের করা ও তা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা প্রয়োজন। । সাধারণ মানুষের দাবি এদের পূনর্বাসন করতে পারলে কুমিল্লায় এসব বন্ধ করা সম্ভব