কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার শেষ পাতায়” এর আয়োজনে ৫ম বারে আরো অর্ধশতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঘোষনগর এলাকার একটি বেসরকারি এতিমখানার শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি ইউনিয়নের প্রিয়মুখ মানবিক চেয়ারম্যান মোঃ লালন হায়দার (এলএলবি)। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মাহফুজ বাবু, স্থানীয় সমাজকর্মী আরমান হোসেন রাজু, রুবেল, মাহবুব আলম বুট্টু, মানবতার শেষ পাতায় সংগঠন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান রনি, সিনিয়র সহ সভাপতি মোঃ শরিফুল ইসলাম আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক রোজা খাঁন, প্রচার সম্পাদক সুমাইয়া আক্তার নিহা, সদস্য মুমিনুল ইসলাম মুন্না, কাউসার আলম, সাইমন ইসলাম রুবেল, ফরহাদ হোসেন, তৌহিদুল ইসলাম প্রমুখ।