নোয়াখালীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

মাহফুজ মিশু, নোয়াখালী প্রতিনিধি

ড্যানিশ রেড ক্রসের আর্থায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা শাখার উদ্যোগে নোয়াখালী সদরের এওজ বালিয়া ইউনিয়নে গরীব ও অসহায়দের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন রকম স্যানিটাইজার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে এওজ বালিয়া ইউনিয়ন সহ সদরের ৪ টি ইউনিয়নের অসহায় জনসাধারণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ম্যানেজিং বোর্ডের সন্মানিত সদস্য, নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, এওজ বালিয়া ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব আব্দুজ জাহের, ড্যানিশ রেড ক্রসের প্রতিনিধি ও স্হানীয় প্রতিনিধিবৃন্দ। বক্তারা বলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সবর্দা মানবতার সেবায় কাজ করে যাচ্ছে, আগামীতেও এই কার্যক্রম চলমান থাকবে।