মিয়ানমার সেনাবাহিনী গত সোমবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করার পর বিরোধিতায় রাজপথে নেমে এসেছে সে দেশের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা নাগরিক আন্দোলনের গতি বাড়িয়ে চলেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াঙ্গুনের রাস্তায় নেমে এসেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা কারাগারে থাকা নেত্রী অং সান সু চির পক্ষে সমর্থন জানিয়েছে এবং তার দলের রঙের ফিতা দিয়ে তৈরি ব্যাচ পরেছিল।
এদিকে গত সোমবার সেনা অভ্যুত্থানের দিন থেকে সু চি এবং সে দেশের শীর্ষ নেতারা আটক আছেন। যদিও জনসম্মুখে গত সোমবার থেকেই দেখা যায়নি সু চি’কে। ধারণা করা হচ্ছে তিনি গৃহবন্দি রয়েছেন।
সূত্র: বিবিসি