নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের কার্যালয় ছেড়েছেন আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। একই সঙ্গে ওই কার্যালয়ে থাকা তাঁর ব্যক্তিগত কাগজপত্রসহ সেখানে থাকা আসবাব সরিয়ে নিয়েছেন তিনি।
গতকাল সোমবার দুপুরে বসুরহাট রূপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের মালপত্র তিনি পাশের একটি ভবনে নিজের ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে গেছেন।
কার্যালয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে আবদুল কাদের মির্জা বলেন, ‘ওই কার্যালয়টি ঘরের মালিকদের বুঝিয়ে দিয়েছি। আজ (সোমবার) থেকে আমি বসুরহাট রূপালী চত্বরে আলেয়া টাওয়ারে ব্যক্তিগত কার্যালয়ে বসব। তাই আমার কেনা মালপত্র নিয়ে এসেছি।’ তিনি আরো বলেন, ‘অপরাজনীতির সঙ্গে আমি নেই। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় কোথায় হবে, তা একমাত্র ওবায়দুল কাদের জানেন।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। এই মালপত্র পদ্মা লাইফ ইনস্যুরেন্স থেকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নামে কেনা হয়েছে। উনি (কাদের মির্জা) আওয়ামী লীগের কার্যালয়ের মালপত্র ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যেতে পারেন না।’